‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। রবিবার সকালে জামালপুর জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এসে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম।
এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন প্রমুখ। বক্তারা অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন করার লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে নতুন ভোটার সৃষ্টি করে জাতীয় ও স্থানীয় নির্বাচনে জনসম্পৃক্ততার মাধ্যমে ভোট প্রদানের জন্য আহবান জানান।
বিডি প্রতিদিন/এএ