‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। দিবস উপলক্ষে রবিবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সভায় বক্তব্য দেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (বাংলা) ড. মুন্সি আবু সাইফ, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। এতে স্বাগত বক্তব্য দেন জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী। সভায় সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায়।
বিডি প্রতিদিন/জামশেদ