"তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে" এ প্রতিপাদ্যকে ধারণ করে কুতুবদিয়ায় জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা চত্ত্বর থেকে র্যালিটি শুরু হয়ে দ্বীপের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। র্যালি শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলামসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ জনগণ।
বিডি প্রতিদিন/এএ