ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই স্থগিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ (কে এম) কলেজ শাখার কমিটি। গত শনিবার (১ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন নাছির স্বাক্ষরিত ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের কমিটি অনুমোদন দেওয়া হয়। এ কমিটি শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মো. আবিদ শিকদারকে সভাপতি ও আরাফাত মুন্সীকে সাধারণ সম্পাদক করে ঘোষিত কমিটির সিনিয়র সহসভাপতি ১ জন, সহসভাপতি ৭ জন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৬ জনকে করা হয়।
এ কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে কমিটি স্থগিত ঘোষণা করা হয়। শনিবার সন্ধ্যার পরে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পদমর্যাদার দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফরিদপুর জেলা শাখার অধীনস্থ সরকারি কাজী মাহবুব উল্লাহ (কে এম) কলেজ ছাত্রদলের ঘোষিত কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন নাছির আজ (শনিবার, ১ মার্চ) এ নির্দেশনা প্রদান করেন।
এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা ছাত্রদলের আহবায়ক সানজিদ ফেরদৌস নিশু বলেন, সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণার পরেই স্থগিত ঘোষণা করেছেন কেন্দ্রীয় কমিটি। স্থগিত হওয়ার কারণ আমার জানা নেই। এ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য গত ২৭ ফেব্রুয়ারি কাউন্সিলরদের ভোট হয়। এ ভোটগ্রহণের সময় ছাত্রদল কেন্দ্রীয় ও ফরিদপুর জেলা ও ভাঙ্গা উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভোটে সভাপতি ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে সভাপতি পদে মো. আবিদ শিকদার ও সাধারণ সম্পাদক পদে আরাফাত মুন্সী বেশি ভোট পেয়েছিলেন। তাদেরকেই শনিবার ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছিলো।
বিডি প্রতিদিন/এএ