জাতীয় ভোটার দিবস উপলক্ষে ভাঙ্গায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিস চত্ত্বরে কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। এরপর শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের সহকারী অধ্যাপক এ বি এম মিজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হাচেনউদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, ভাঙ্গা মহিলা কলেজের সহকারী অধ্যাপক দিলীপ দাস, সাংবাদিক সাইফুল্লাহ শামীম, নতুন ভোটার কলেজ ছাত্র আব্দুল আহাদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ