খাগড়াছড়িতে আহলে সুন্নাত ওয়াল জামা'আত রমজানকে স্বাগত জানিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে র্যালি ও সমাবেশ করেছে। শনিবার বিকেলে খাগড়াছড়ি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে সমাবেশ করে।
এসময় অনুষ্ঠিত সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জামা'য়াত খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা আবু তাহের আনসারী সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ রাজা, সহ-সভাপতি মাওলানা সালাউদ্দিন আল কাদেরী, সাধারণ সম্পাদক সাজিদ মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক মুফতি মওলানা মোহাম্মদ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএম