মুন্সিগঞ্জের শ্রীনগরে পরিবেশ আইন অমান্য করায় অর্গানিক অটো ব্রিকস নামে এক ইটভাটাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।
শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত শ্রীনগর উপজেলার জাহানাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় ও ইট প্রস্তুতের জন্য মাটি ব্যবহারে সরকারি অনুমতি না থাকায় অর্গানিক অটো ব্রিকসের মালিক রাহাতুন ইসলাম রিপন ভূঁইয়াকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এসময় রাহাতুন ইসলাম রিপন ভুইয়া ভাটায় উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন বিচারক।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান ও সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার হোসেনসহ শ্রীনগর থানা পুলিশের দুটি স্পেশাল দল।
এ ব্যাপারে পরিবেশের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী মো. জাকির হোসেন জানান, পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় ও ইট প্রস্তুতের জন্য মাটি ব্যবহারে সরকারি অনুমতি না থাকায় অর্গানিক অটো ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করেন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট। এ সময় ইটভাটার মালিক না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই