ফরিদপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
নির্বাচনে বিএনপি সমর্থিত ১১ প্রার্থী এবং জামায়াত সমর্থিত ৪ প্রার্থী বিজয়ী হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে বিএনপির সমর্থিত অ্যাড. খন্দকার লুৎফর রহমান পিলু (বিনা প্রতিদ্বন্দ্বীতায়) এবং সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো. জসিম উদ্দিন মৃধা জসিম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার ফরিদপুর জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত ৯টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। সমিতির ৩৫২ সদস্যের মধ্যে ৩৩৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সহ-সভাপতি দুই পদে জয়ী হয়েছেন জামায়াত ইসলামী সমর্থিত মতিউর রহমান নিজামী ও বিএনপি সমর্থিত তারেক আইয়ুব খান। বিএনপি সমর্থিত বিজয়ী অন্য প্রার্থীরা হলেন, অর্থ সম্পাদক আবু নাঈম জুয়েল, ক্রীড়া, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান হাবিব শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম রেজা এবং কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. রকিবুল ইসলাম বিশ্বাস, মিজানুর রহমান, মো. খসরুল আলম, মো. মুরাদ হোসেন ও গোলাম মনসুর নান্নু।
জামায়াত সমর্থিত বিজয়ী প্রার্থীরা হলেন সহ-সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম শামীম, সম্পাদক (অডিট) পদে সরোয়ার হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মিজানুর রহমান সিনহা।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার দ্বীনেশ চন্দ্র দাস, সহকারী প্রধান নির্বাচন কমিশন আনিসুল হাসান রেজা ও গাজী শাহিদুজ্জামান লিটন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন