বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ মহাপরিচালক (প্রশিক্ষন) রফিকুল ইসলাম বলেছেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশ ও জাতির উন্নয়ন এবং নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করছে। আনসার ও ভিডিপি সদস্যরা সামাজিকভাবে সতর্কতার সাথে স্থানীয় আইন শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেই চলেছে। বিভিন্ন নির্বাচন, শারদীয় দূর্গা পূজা, সরকারি বেসরকারি জনগুরুত্বপূর্ণ দফতরের নিরাপত্তায় আমাদের বাহিনী অন্যান্য বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। দেশের প্রতিটি দুর্যোগ বা ক্রান্তিকালে সমাজের শান্তিশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে আনসার।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা আনসার প্রশিক্ষন কেন্দ্রে জেলা সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশে বেসামরিক বাহিনীর মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষিত দক্ষ মানব সম্পদের সদস্য সংখ্যা ৬১ লাখ। বর্তমান অর্ন্তর্বতীকালীন সরকার এ বাহিনীর সার্বিক উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছেন। বাহিনীর সদস্যদের উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করার আহ্বান জানান। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জননিরাপত্তায় আইন প্রয়োগকারী সংস্থার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিশৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা রাখছে। এই বাহিনীর অনেক অর্জন রয়েছে। বাহিনীর সদস্যদের জননিরাপত্তায় অন্য বাহিনীর সদস্যদের সাথে নিবিড় যোগাযোগ রেখে অপরাধীমুক্ত করতে আহবান জানান তিনি।
জেলা সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক আহসান উল্লাহ। এতে আরও বক্তব্য দেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ, গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এঞ্জেলা, সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন, সেনা বাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর রোকনুজ্জামান, গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট সঞ্জয় কুমার সাহা প্রমুখ। সমাবেশে শেষে আনসার সদস্য ও সদস্যাদের মাঝে বাই সাইকেল, সেলাই মেশিন ও ছাতা পুরস্কার প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ