ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কারের দাবিতে র্যালি, মানববন্ধন ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে জনসংগঠন ঐক্য পরিষদ দিনাজপুর এলাকার ভূমিহীন শত শত নারী-পুরুষ।
বৃহস্পতিবার জনসংগঠন ঐক্য পরিষদ দিনাজপুর এলাকার ভূমিহীনরা ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কারের দাবিতে র্যালি ও সদর উপজেলা পরিষদ প্রধান গেট সংলগ্ন মানববন্ধন করে এবং সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
মানববন্ধনে জনসংগঠন ঐক্য পরিষদ দিনাজপুরের পক্ষে সভা প্রধান সাবিনা হেমরম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সদস্য মোঃ এনামুল হক, জন-নারী ঐক্য পরিষদ সদরের সভাপ্রধান সাহানা বেগম, জন-নারী ঐক্য পরিষদ চিরিরবন্দর-খানসামার সভাপ্রধান সাবিত্রী রানী, চেহেলগাজী ইউনিয়নের ইউনিয়ন ভ‚মিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান রেহেনা বেগম, উত্তর শিবপুর আশ্রয়ন-২ সমবায় সমিতির সভাপ্রধান ফজলুল হক, পুনট্টি জনসংগঠনের সভাপতি মতিউর রহমান।
ভূমিহীন মানুষের ৯ দফা দাবির সাথে একাত্ততা ঘোষনা করে বক্তব্য রাখেন, ছাত্র জনতা আন্দোলনের নেতা রবিউল রাজু, মেসকাত আরফিন।
উক্ত মানববন্ধন ও র্যালিতে দিনাজপুর সদর উপজেলা গঠিত মোট ৫০টি গ্রামভিত্তিক জনসংগঠনের সদস্য ও এলাকার এবং বিভিন্ন উপজেলা হতে আগত ভূমিহীন সদস্যরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ