২০ বছর পর শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজবাড়ীতে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা জামায়াতের উদ্যোগে জেলার শহীদ খুশি রেলওয়ে মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।
সম্মেলনকে ঘিরে জেলাজুড়ে পোস্টার, লিফলেট, মাইকিং, প্রচার-মিছিল, মিটিং, ব্যানার, ফেস্টুন, তোরণ দিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন নেতাকর্মীরা। সম্মেলন সফল করতে জেলা থেকে ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ মানুষের কাছে গিয়েছেন।
ইতোমধ্যে রাজবাড়ী-১ আসনে (রাজবাড়ী সদর-গোয়ালন্দ) আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়েছে। সম্মেলন থেকে রাজবাড়ী-২ আসনের প্রার্থী ঘোষণা হতে পারে এমন প্রত্যাশা করছেন দলীয় নেতাকর্মীরা।
জেলা জামায়াত সূত্রে জানা গেছে, ২০ বছর পর উন্মুক্ত স্থানে এরকম কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে, ২০০৫ সালে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী বক্তব্য রেখেছিলেন।
শুক্রবারের সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনে জনে দাওয়াত পৌঁছানো হচ্ছে সম্মেলনকে ঘিরে। ধারণা করা হচ্ছে অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হবে। সম্মেলন সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১ টায়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় সম্মেলনের মাঠ পরিদর্শন করেন রাজবাড়ী জেলা জামায়াতের আমির অ্যাড. মো. নূরুল ইসলাম, জেলার সেক্রেটারি মো. আলিমুজ্জামান, কেন্দ্রীয় মসলিসে শূরা সদস্য জামাল উদ্দীনসহ অনান্য নেতৃবৃন্দ।
এসময় রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. মো: নূরুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। আমাদের প্রস্তুতি প্রায় শেষের পথে। সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পাওয়ার প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। এই কর্মী সম্মেলনকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন পর এই সম্মেলনকে ঘিরে রাজবাড়ীতে স্বতঃস্ফূর্ততা দেখা দিয়েছে। নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিনের শাসন ও শোষণের পর জেলা জামায়াতে ইসলামসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হবে রেলের মাঠ।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব বলেন, দীর্ঘদিন পর জামায়াতের কর্মী সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে ঘিরে যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে আমাদের নজরদারি থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ