রাজবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বুধবার বিকালে জেলার সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. আবুল কালাম আজাদ (৪৭), মো. মিন্টু শেখ (৫৫), মোছা. শেফালী বেগম (৪৩), মোছা. নাসিমা বেগম (২৮). মোছা. শিমু বেগম (২০) ও সোহাগী বেগম (২৫)। গ্রেফতারকৃতরা সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী মো. ফরিদ হোসেন দীর্ঘদিন মাদক ব্যবসা করছেন। তার নামে বিভিন্ন থানায় ৯টি ডাকাতি ও মাদক মামলা রয়েছে। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় তার বাড়ি থেকে ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মাদক উদ্ধারের সময় পরিবারের অন্য সদস্যরা লাঠিসোঁটা দিয়ে পুলিশের ওপর আক্রমণ করে আসামি ছিনিয়ে নেয়। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ওয়াহিদুল হাসান আহত হন। পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রামই এন্ড অপস্) শরীফ আল রাজীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের মো. ফরিদ হোসেনের কাছে ইয়াবা ও ফেনসিডিল রয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মো. ফরিদের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ফরিদের কাছ থেকে ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিল জব্দ করে ফরিদকে গ্রেফতার করা হয়। ফরিদকে গ্রেফতারের সময় পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা করে। পুলিশের ওপর হামলার ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। সেই মামলায় ছয়জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ী মো. ফরিদ হোসেন ও তার স্ত্রীকে গ্রেফতারে অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ।
বিডি প্রতিদিন/এমআই