দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার দ্রুত শাস্তি নিশ্চিত করতে শিক্ষার্থীদের পক্ষ থেকে হুঁশিয়ারি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা শাখার সদস্য সচিব সাফফাতুল ইসলাম, মুখ্য সংগঠক সজিবুল ইসলাম, সদস্য রেজাউল বাসার প্লাবন, ফাহিম উদ্দিন মভিন, জিহাদ হাসান চৌধুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ