কৃষকরা নতুন ধারার কৃষি পদ্ধতি ও প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ সৃষ্টিতে দিনাজপুরের খানসামায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। খানসামা উপজেলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় (১ম সংশোধিত) কৃষি মেলার আয়োজন করা হয়েছে। এতে কন্দাল ফসল সম্পর্কে জ্ঞান অর্জন করেন আগত অতিথি ও কৃষক-কৃষাণীরা।
উদ্বোধনকালে বক্তারা বলেন, কৃষি বাংলাদেশের প্রাণ। আধুনিক প্রযুক্তি ও সঠিক চাষাবাদের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব। এই মেলার মাধ্যমে কৃষকরা নতুন ধারার কৃষি পদ্ধতি ও প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পাবেন।
মঙ্গলবার ফিতা কেটে কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। এর আগে মেলা উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে ব্যান্ড পার্টির বাজনা বাজিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক অতিক্রম শেষে মেলা চত্বরে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও স্টল পরিদর্শন করেন অতিথিরা। আগামী ২৭ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে মেলার কার্যক্রম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আবু জাফর মো.সাদেক, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মুক্তাদিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা ও কৃষক-সুধীজন।
বিডি প্রতিদিন/এএ