চুয়াডাঙ্গায় স্বামীকে কুপিয়ে স্ত্রীর কাছে থাকা নগদ টাকা ও গহনা লুট করার ঘটনায় ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থাকা লুট করা মালামালসহ ছিনতাই কাজে ব্যবহৃত ২টি হাসুয়া ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দর্শনার হরিশচন্দ্রপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন দর্শনা হরিশচন্দ্রপুর গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে মওলা বকস্ (৫৪), দামুড়হুদা ওসমানপুর বেদেপোতা গ্রামের মৃত রমজান আলীর ছেলে আব্দুস ছালাম (৩৫), দর্শনা সড়াবাড়ীয়া গ্রামের মৃত মজিবর শাহের ছেলে শাহাবুদ্দিন বদ্দি (৪২), দামুড়হুদা পীরপুরকুল্লা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে আসকার আলী (৪৬)।
পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা জানান, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় সাব্বির সাগর ও তার স্ত্রী মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। দর্শনা হরিশচন্দ্রপুর গ্রামে ৪ ছিনতাইকারী সাব্বিরকে কুপিয়ে জখম করে তার স্ত্রীর কাছে থেকে নগদ টাকাসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী সাব্বির সাগর। এরপর, দর্শনা থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিদের কাছে থাকা লুট করা স্বর্ণের বালা ও নগদ টাকা এবং ঘটনায় ব্যবহৃত ২টি হাসুয়া উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএ