ধর্ষকদের ফাঁসির দাবিতে ভাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্ররা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা পৌরসভার সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজ চত্ত্বর থেকে মিছিল শুরু হয়ে উপজেলা শহর প্রদক্ষিণ করে ভাঙ্গা উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিল শেষে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাঙ্গার সমন্বয়ক ওসমান গনি আকাশ। মিছিলে বিভিন্ন স্কুল কলেজের কয়েক শত শিক্ষার্থী অংশগ্রহণ করে। সম্প্রতি যাত্রীবাহী বাসে নারী ধর্ষণসহ সমস্ত ধর্ষণের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল হয়েছে।
বিডি প্রতিদিন/এএ