দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ধর্ষকদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তির দাবিও করা হয়।
সোমবার দুপুরে রাজবাড়ীর সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের আয়োজনে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অঙ্কুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুর রউফ হিটু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মেহেরাব শিকদার, মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম শিমুল, সদস্য মিরাজুল মাজিদ তূর্য, ইসলাম ছাত্র আন্দোলনে বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য আব্দুর রহিম আল মাহমুদ সুমন, ফাতেমা তুজ জোহুরা, রাব্বি শেখ, সূর্বণা, আলতাফ মাহমুদ সাগর ও মাহমুদ সুলতানা কনা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বর্তমানে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়েছে। মানুষ রাস্তায় নিরাপদ বোধ করছেন না। দেশে ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন থাকলেও সেই আইনের প্রয়োগ হচ্ছে না। শিক্ষার্থীসহ দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/এমআই