ব্যবস্থা বদলের সংগ্রাম জোরদার করা, নিত্যপণ্যের দাম কমানো, অভাবী মানুষের জান বাঁচানো, জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা ও ভাঙ্গা উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আতাউর রহমান কালুর মুক্তির দাবিতে ভাঙ্গায় জনসভা করেছে কমিউনিস্ট পার্টি।
সোমবার বিকালে ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে এ জনসভা অনুষ্ঠিত হয়। ভাঙ্গা উপজেলা কমিউনিস্ট পার্টির সদস্য আবু বকরের সভাপতিত্বে ও ভাঙ্গা উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন ও রফিকুজ্জামান লায়েক, সম্পাদকমণ্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাগিব আহসান মুন্না।
আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র শীল, জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট মানিক মজুমদার, ভাঙ্গা উপজেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত মোল্লা, ভাঙ্গা উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র মন্ডল, ভাঙ্গা উপজেলা যুব ইউনিয়নের সভাপতি প্রভাস মালো প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই