লক্ষ্মীপুরে জেন্ডার সংবেদনশীল ও অন্তুর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সোমবার (২৪ ফেব্রুয়ারি) গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে সহকারি পরিচালক সাজিদা আক্তার সূচনার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক, জেন্ডার এনালিস্ট শামীমা আক্তার শাম্মী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, প্রকল্পের ম্যানেজার খন্দকার মো. আবেদ উল্লাহ প্রমুখ।
কর্মশালায় গ্রাম আদালতকে আস্থার জায়গায় ফেরাতে বৈষম্যহীনভাবে নারীর অংশগ্রহণ নিশ্চিত করাসহ আস্থার জায়গায় ফেরানোর উপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন ও সচেতনতা সৃষ্টির তাগিদ দেয়া হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ