ফরিদপুরের সদরপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় বাবুরচর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, বিএনপি নেতা খন্দকার মনজুরুল হক, লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর সাব্বির এম সায়েম।
লায়ন্স ক্লাব অব ঢাকা অপরাজিতা গার্ডেনের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে এ চক্ষু ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে বাছাই করে চোখ পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ ও চশমা প্রদান করা হয়। এছাড়া বেশকিছু রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়। ক্যাম্পে ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদান করেন।
বিডি প্রতিদিন/আশিক