বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার অভিযোগে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম জালুকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম জালু (৫০) ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের ভেলাইন এলাকার আব্দুল লতিফ প্রধানের ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলা ঘটানোর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে ২১ফেব্রুয়ারি আদালতে পাঠানো হয়েছে ।
বিডি প্রতিদিন/মুসা