২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ফেনী মিনারে নামে জনতার ঢল। শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পমাল্য অর্পণ করেন সরকারি, বেসরকারি সংস্থা, মুক্তিযোদ্ধা, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক, এনজিও সংস্থাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
৫২-এর ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহীদদের সম্মানার্থে একুশের প্রথমে শ্রদ্ধাঞ্জলি জানান ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান। শহীদ বেদিতে তাদের পুষ্পমাল্য অর্পণের পর পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/মুসা