চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুভর্তি একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হাবিবুল ইসলাম (৩৮) নামে একজন নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের উত্তর ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
নিহত হাবিবুল ইসলাম হচ্ছেন জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের ধুমপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।
শিবগঞ্জ থানার এসআই মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল