পটুয়াখালীর দশমিনায় ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলির চালক মো. রাকিব খান (৩০) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এতে নিহত ওই নারী তানজিলা বেগম (৩০) এর সাথে থাকা দুই শিশু সন্তানসহ আরও একজন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম লক্ষীপুর এলাকার দশমিনা-গলাচিপা আঞ্চলিক মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
অপর আহতরা হলেন নিহত গৃহবধূ তানজিলা বেগমের দুই শিশু পুত্র আবদুল্লাহ (৬) ও এক বছরের শিশু আবু বকর এবং একই বাড়ির মো. খালেক প্যাদার ছোট ছেলে অটোরিকশা চালক মো. খলিল হোসেন (৩২)। আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুরে পশ্চিম লক্ষীপুর এলাকায় একটি খালি ট্রলি বেপরোয়া গতিতে এসে ব্যাটারি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি ছিটকে রাস্তার পাশের একটি ডালক্ষেতে পড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা গৃহবধূ তানজিলা ঘটনাস্থলেই নিহত হন এবং তার দুই সন্তান ও অটোরিকশা চালক গুরুতর আহত হন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তানজিলা নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয় এবং ট্রলির চালক রাকিব হোসেনের লাশ থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আশিক