গাজীপুরে একটি ইটভাটায় কাজ করতে গিয়ে নিখোঁজ হয় মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি গ্রামের ১৯ বছর বয়সী বাদল সরদার। ১৯ দিন হলেও সন্তানের কোনো সন্ধান পায়নি বাবা ও মা। এই সন্তানের খোঁজে দ্বারে দ্বারে ঘুরছেন তারা।
ভুক্তভোগি পরিবার জানান, গত বছরের ১৫ অক্টোবর নিজ বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি গ্রামের এনাজুল সরদার ও মাজেদা বেগমের বড় ছেলে বাদল সরদার ঢাকায় যায়। ঢাকার ফুফুর বাসায় থেকেই রাজমিস্ত্রির যোগালি হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এভাবে তিন মাস কাজ করার পরে তার এক পরিচিতি বন্ধুর মাধ্যমে গাজীপুরে একটি ইটভাটার কাজে যোগ দেন। যেখানে থেকে পরিবারের সাথে নিয়মিত যোগযোগ করতো। তবে ৩ ফেব্রুয়ারি রাত আটটার পর থেকে তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়। তারপর থেকে বাদলের সাথে আর যোগাযোগ করা যায়নি।
এরপরে পরিবারের লোকজন গাজীপুর ওই ইটভাটায় গিয়েও তার কোন সন্ধান পায়নি। পরিবার-পরিজনের সাথে খোঁজ করেও বাদলের খোঁজ পাইনি। পরে গাজীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তারা। এঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে নিখোঁজের মা মাজেদা বেগম বলেন, ‘আমার ছেলে ৩ ফেব্রুয়ারী রাতেও মোবাইলে আমার সাথে কথা বলেছে। সে ইটভাটায় কাজ করে যে এক মাসের টাকা পেয়েছে, সেই টাকাও পরের দিন পাঠানোর কথা বলেছে। কিন্তু এরপরে তার মোবাইল বন্ধ পাচ্ছি। পাগলের মতো অনেক খোঁজাখুঁজি করে তাকে পাইনি। আমার ছেলেকে ফিরে পেতে চাই।’
নিখোঁজ বাদলের বাবা এনাজুল সরদার বলেন, আমার ছেলে কোথায় কেমন আছে জানি না। আমি সন্তানের সন্ধান চাই। ফিরে পেতে চাই আমার সন্তান।
বিডি প্রতিদিন/হিমেল