বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, শেখ হাসিনা ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। এজন্য শেখ হাসিনা ও তার দোসরদের ৫৭ বার ফাঁসি হবে। খুনি হাসিনা হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। তাতে হাসিনার কতবার ফাঁসি হবে তার কোনো হিসাব নাই। তিনি বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা টাউন মাঠে আয়োজিত জেলা বিএনপির জনসভায় এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা ও তার দোসরদের আর কোনদিন জায়গা হবে না। তারেক রহমান ৩১ দফায় দেশ গঠনের যে দিকনির্দেশনা দিয়েছেন। তার আলোকেই অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলছে। এজন্য দ্রুত নির্বাচন দিতে হবে। সামনের কঠিন সময়ে আমাদের দেশ গঠনের প্রস্তুতি নিতে হবে। নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
জনসভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এতে বক্তব্য দেন বিএনপি নেতা ওয়াহেদুজ্জামান বুলা, জেলা যুবলীগ সভাপতি শরীফ উর জামান সিজার প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ