বরিশালে পৃথক দুই মামলায় তিন মাদক বিক্রেতাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস মোহাম্মদ আলী এ রায় দেন। ট্রাইব্যুনালের পিপি শহীদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
দন্ডিতরা হলো-পটুয়াখালী বাউফল উপজেলার কালীশুরী শিবপুর হাওলাদার বাড়ির আবুল কালাম হাওলাদারের ছেলে আব্দুল কাদের হাওলাদার ফয়সাল, বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ড কাশিপুর এলাকার বাসিন্দা আইউব আলীর ছেলে মাহমুদুল আইউব মিঠু ও ইছাকাঠি এলাকার বাসিন্দা মৃত আবুল হোসেন জহির মুন্সীর ছেলে সাইফুল ইসলাম নয়ন মুন্সী।
আদালতের বেঞ্চ সহকারী মো. সবুজ মামলার বরাতে বলেন, ২০২২ সালের ১৬ এপ্রিল ১২ কেজি গাঁজাসহ ফয়সালকে গ্রেপ্তার করে কোতয়ালী মডেল থানা পুলিশ। এ ঘটনায় থানার এসআই মেহেদি হাসান বাদী হয়ে মামলা করে। একই থানার এসআই আশুতোষ সরকার একই বছরের ২০ জুলাই আদালতে চার্জশীট জমা দেয়। ১০ জনের স্বাক্ষ্য গ্রহন করে বিচারক ৫ বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
অপরদিকে ২০১৮ সালের ২ ফেব্রুয়ারী মহানগর ডিবি পুলিশ ইছাকাঠি নয়ন মুন্সীর বাসায় অভিযান করে। এ সময় পালানোর সময় নয়ন ও মিঠুকে আটক করে। পরে দুই জনের কাছ থেকে ১১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই দিন ডিবির এসআই সুজিত গোমস্থা বাদী হয়ে দুই জনকে আসামী করে এয়ারপোর্ট থানায় মামলা করে। ডিবির এসআই আশীষ কুমার ২০১৮ সালের ১৬ মার্চ দুই জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক মিঠুকে ৫ বছরের সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদন্ড দেয়। এছাড়াও নয়নকে দুই বছর কারাদন্ড, দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। রায় ঘোষনার উভয়ে পলাতক ছিলেন।
বিডি প্রতিদিন/এএম