ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উপজেলা পরিষদের উদ্যোগে বেঞ্চ ও আলমারী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী পুর্নেন্দু সাহাসহ বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসার প্রধানগণ।
উপজেলা পরিষদের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে উচু-নিচু বেঞ্চ ও ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আলমারী বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ