গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী ও কক্সবাজার র্যাব-১৫ ( সিপিসি-১) কর্তৃক শাহপরী দ্বীপের দক্ষিণ পূর্বে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় একটি বিশেষ অভিযানে যায়। অভিযানকালে হঠাৎ একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে আভিযানিক দল থামার সংকেত দিলে তা অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে নাফ নদীর মোহনা হতে বোটটি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। পরে আটককৃত বোটটিতে তল্লাশি চালিয়ে একটি বস্তার মধ্যে মোড়ানো অবস্থায় ২ লক্ষ পিস ইয়াবাসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ইয়াসিন (৫৬), মোস্তফা (৩৩), ইলিয়াস (২১), দীন মোহাম্মদ (৩৪), মোঃ সাবের (৩০), জাকারিয়া (২৪) ও আব্দুর রহমান (৪৫) কে আটক করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) মোঃ সিয়াম উল হক বলেন, জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএ