ফরিদপুরের নগরকান্দার ঐতিহ্যবাহী কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হানিফ মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড.এম এ সাত্তার মন্ডল, ইউপি চেয়ারম্যান কাইমুদ্দিন মন্ডল, সমাজসেবক নুর মোহাম্মদ টগর, রেজাউল করি নুরু মন্ডল, স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সুকুমার চন্দ্র সাহা, ইব্রাহিম খলিলুল্লাহ, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম আজাদ, স্কুলের বর্তমান প্রধান শিক্ষক মাসুদ মোল্লা। ক্রীড়া প্রতিযোগীতায় বেশকিছু ইভেন্টে অংশ নেন স্কুলের শিক্ষার্থীরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির।
বিডি প্রতিদিন/এএম