নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের একটি সেতুর নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর আনুমানিক বয়স ১৮ থেকে ১৯ বছর।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেলাবো উপজেলার বারৈচা-খামারেরচর সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।
ওসি জানান, বিকেলে বারৈচা বাসস্ট্যান্ড সংলগ্ন খামারেরচর সেতুর নিচে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকা ওই তরুণীর মরদেহ উদ্ধার করে। তবে স্থানীয়রা কিংবা পুলিশ কেউই মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেননি।
ওসি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত ও মামলার তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ছাড়া, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/আশিক