মাসব্যাপী তারুণ্যের উৎসবের শেষ দিন মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ ছিল উৎসব মুখর।
এদিন বসন্তবরণ, পিঠা উৎসব, উদ্যোক্তা মেলা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর সামছুল ইসলাম।
কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- অধ্যক্ষ (পিআরএল) এ এস এম শফিকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু মিয়া, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নারী উদোক্তা রিফাত পারভিন রীনা।
প্রধান অতিথি তার বক্তব্যে চাকরির দিকে না তাকিয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তরুণ প্রজন্মকে নতুন দেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করতে বলেন।
পিঠা উৎসবে বিভিন্ন রকমের পিঠার আটটি স্টল বসে। এছাড়া কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠান পরিবেশন করে।
বিডি প্রতিদিন/একেএ