মজলুম নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা।
মঙ্গলবার বিকালে শহরের বড়বাজার থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি চৌরঙ্গি মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশীদ, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, রংপুর মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যক্ষ ওবায়দুল্লাহ সালাফী ও সৈয়দপুর উপজেলা আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম।
বিডি প্রতিদিন/একেএ