তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে পদযাত্রা শুরু করেছে তিস্তা রক্ষা আন্দোলন কমিটি।
আজ মঙ্গলবার সাড়ে ১১টার দিকে উত্তরাঞ্চলের পাঁচ জেলার ১১টি পয়েন্ট থেকে একযোগে এই কর্মসূচি শুরু হয়েছে। পদযাত্রায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ তিস্তাপাড়ের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। লালমনিরহাটের তিস্তা ব্রিজ থেকে শুরু হওয়া এই গণপদযাত্রা রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
পরে অংশগ্রহণকারীরা তিস্তা নদীতে হাঁটুপানিতে নেমে তাদের দাবি জানান। নদীর দুই তীরে হাজারো মানুষ ব্যানার, পোস্টার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন। দিনভর সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা, দেশীয় সংগীত, নৃত্য ও খেলাধুলার মাধ্যমে আন্দোলনরতদের প্রতিবাদ মুখর হয়ে ওঠে।
তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, "তিস্তাা আন্তর্জাতিক নদী হওয়া সত্ত্বেও ভারত একতরফা বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন ও ছয় লাখ হেক্টর জমিতে সেচের জন্য পানি প্রত্যাহার করে নেয়। ফলে অসময়ে বাংলাদেশে তিস্তা পাড়ে ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে, ক্ষয়ক্ষতি বাড়ছে।"
বিডি প্রতিদিন/নাজমুল