অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় পাবনায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রাজিনূর রহমানের পাঠানো এক লিখিত বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে আটকৃত আওয়ামী লীগের ও অঙ্গসংগঠনের নেতারা হলেন পাবনা সদর উপজেলার শালগারিয়া মহল্লার মৃত-ইসমাইল হোসেন প্রামাণিকের পুত্র মো. সাজ্জাদ হোসেন ওরপে বাচ্চু (৬৬), ঈশ্বরদী উপজেলার শৈলপাড়া মৃত নূর মোহাম্মদ নুরুর পুত্র মো. জামাল উদ্দিন (৪৪), সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাদোয়া গ্রামের সুনাই সরদারের পুত্র মো. মাসুদ আহম্মেদ (২৫), ভবানীপুর গ্রামের মো. আ. রহমান সরদারের পুত্র মো. রানা সরদার (৩২), সাতবাড়ীয়া গ্রামের মজিবর রহমানের পুত্র মো. মিলন হোসেন (২৫) ও আটঘরিয়া উপজেলার দেবওর এলাকার মোঃ আলমগীর হোসেনের পুত্র মো. তুষার হোসেন (২১).
আটককৃত এই ৮ জনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ