ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর হাফেজিয়া এলাকায় কাভার্ডভ্যান এবং পিকআপ সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় এই সড়ক দুর্ঘটনা ঘটেছে।
তাৎক্ষণিকভাবে হাতহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশসহ আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন।
স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। এখন মহাসড়কের ঢাকামুখী লেনের একপাশে যান চলাচল করছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত