তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা, মহাপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দাবিতে আজ থেকে লালমনিরহাটে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি। 'জাগো বাহে তিস্তা বাঁচাই' স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলন এ কর্মসূচির ডাক দিয়েছে। এই অবস্থান কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে ১১টি পয়েন্টে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন তারা। হাতীবান্ধা ফকিরপাড়া মহিলা কলেজ, হাতীবান্ধা এস এস বালিকা উচ্চ বিদ্যালয়, গড্ডিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়খাতা ডিগ্রি কলেজসহ বিভিন্ন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা যোগ দেন এই কর্মসূচিতে।
১১৫ কিলোমিটার তিস্তা নদীর তীরে আন্দোলনকারীরা অবস্থান করছেন। অবস্থানে রাত্রিযাপনসহ সেখানেই রান্না ও লোকসংগীতের আয়োজন করবেন আয়োজকরা। এ ছাড়া তারা তিস্তার অবস্থা বিশ্ববাসীকে জানাতে রাতে হাজার হাজার মশাল জ্বালাবেন।
শিক্ষার্থীরা বলেন, বর্ষায় আমাদের অনেক কষ্ট করে লেখাপড়া চালাতে হয়। দীর্ঘদিন থেকে আমাদের পরিবারসহ বাবা-মায়েরা দাবি করে আসছেন। কিন্তু কোনোভাবেই বিগত দিনের সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো পদক্ষেপ নেয়নি। এ কারণে এই আন্দোলনের সঙ্গেই আমরা অংশ নিয়েছি।
রংপুর বিভাগের অন্য জেলাগুলোর মতো লালমনিরহাট জেলার তিনটি স্থানে অবস্থান নেয় মানুষ। এর মধ্যে রয়েছে সদর উপজেলার তিস্তা সেতু এলাকা, মহিপুর তিস্তা সেতু এলাকা ও দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা। ৪৮ ঘণ্টার প্রথম দিন সকাল থেকে বিভিন্ন পয়েন্টে মানুষ আসতে শুরু করেছে। অনেকে দলে দলে মিছিল নিয়েও আসছেন।
তিস্তা পাড়ে দুই দিন অবস্থানের জন্য তৈরি হয়েছে মঞ্চ, রাত্রিযাপনের জন্য প্যান্ডেলসহ রয়েছে নানা আয়োজন। রয়েছে পদযাত্রা, আলোচনা, তিস্তায় দাঁড়িয়ে মশাল প্রদর্শন, ডকুমেন্টরি প্রদর্শনসহ নানা আয়োজন।
বিডি প্রতিদিন/হিমেল