কুষ্টিয়ায় বিজিবির ৪৭ ব্যাটালিয়নের উদ্যোগে ৭৪ কোটি ৩১ লাখ ১৯ হাজার ৭শ ১০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গত এক বছর অর্থাৎ ২০২৪ সালের পহেলা ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন এসব মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি।
সোমবার সকালে বিজিবি-র কুষ্টিয়া সদর দফতরের মিরপুরস্থ শহীদ কর্নেল শামসুল আরেফিন হলে আলোচনা সভা শেষে প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে জব্দকৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সেক্টর সদর দফতরের কমান্ডার কর্নেল মো:মারুফুল আবেদীন।
এ সময় মারুফুল আবেদীন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমরা এই কার্যক্রম করেছি। এই ধারা অব্যহত থাকবে। যেকোনো মূল্যে আমরা দেশকে মাদকমুক্ত রাখতে বদ্ধপরিকর। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে জব্দ মাদকসমূহের মধ্যে রয়েছে—১১ হাজার বোতল ফেনসিডিল, ৯ হাজার ৩শ ৬৮ বোতল বিদেশি মদ, ১২৭.৬৫০ কেজি ভারতীয় গাঁজা, ৮কেজি ৬শ৫৭ গ্রাম হেরোইন, ৭ হাজার ২শ ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজা ৩ শ ৫০ পিস ভায়াগ্রা,১ লক্ষ ৮৬ হাজার ৭ শ ৪৭ পিস সিলডিনাফিল ট্যাবলেট, ৯ শ ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ লক্ষ ২৪ হাজার ৫ শ ৭৭ পিস পাতার বিড়ি, ৪ কেজি ক্রিস্টল মেথ আইস , ৫৬ বোতল এলএসডি, ৯ শ ৮০ গ্রাম আফিম ও ০৯ বোতল সাপের বিষ।
অনুষ্ঠানে কুষ্টিয়া ব্যাটেলিয়ান (৪৭ বি জি বি)লে: কর্নেল মো: মাহবুব মোর্শেদ রহমান , প্রশাসনের আমন্ত্রিত কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিজিবি'র বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম