ব্রাহ্মণবাড়িয়ায় বাচ্চাদের পোশাকে অতিরিক্ত ভ্যাট আদায়ের অভিযোগে একটি পোশাকের শোরুমকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার এক ভোক্তার অভিযোগের শুনানি শেষে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, মো. আব্দুর রাজ্জাক নামে এক ভোক্তা গত ২৭ জানুয়ারি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন যে ব্রাহ্মণবাড়িয়া শহরের ওই শোরুম থেকে কেনা একটি পার্টি ফ্রকে ভ্যাটসহ মূল্য নির্ধারণ করা থাকলেও অতিরিক্ত ভ্যাট আদায় করা হয়। ফ্রকটির গায়ে ভ্যাট সংযুক্ত মূল্য ২৬৯৫ টাকা উল্লেখ থাকার পরেও তারা অতিরিক্ত ১৫% হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় করেন।
অভিযোগের ভিত্তিতে শুনানি শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ নম্বর ধারা লঙ্ঘন করে ধার্যকৃত মূল্যের অতিরিক্ত দামে বিক্রয় করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই শোরুমকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযোগকারী মো. আব্দুর রাজ্জাক বলেন, বাজারে প্রচলিত প্রায় প্রতিটা পণ্যেই ভ্যাটসহ সর্বোচ্চ খুচরা মূল্য লেখা থাকে। যদি এরপর অতিরিক্ত অর্থ আদায় করা হয় তাহলে ‘সর্বোচ্চ খুচরা মূল্য’ লেখা সম্পূর্ণ অর্থহীন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, ওই শোরুমের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ নম্বর ধারা লঙ্ঘন করে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে বিক্রয় করার অভিযোগে জরিমানা করা হয়েছে। আইনের বিধান অনুযায়ী, অভিযোগকারীকে প্রণোদনা হিসেবে ২৫ শতাংশ হারে টাকা প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই