ঝালকাঠিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে আনসার ভিডিপির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ কমান্ডার আসাদুজ্জামান গনী।
জেলা আনসার কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন এইচএম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক অন্তরা হালদার, ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন বরিশাল সেনানিবাসের মেজর শোভন শাহরিয়ার ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ঝালকাঠি কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল হক।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় রেঞ্জ কমান্ডার আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জুলাই বিপ্লবোত্তর সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি মোকাবিলায় কমিউনিটি অ্যালার্ট মেকানিজমের মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যরা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রেখে আস্থার স্বাক্ষর রেখেছে। আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধসহ সমাজের প্রতিটি স্তরে কাজ করছে এ বাহিনীর সদস্যরা।
তিনি তার বক্তব্যে বাহিনীর সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য উদাত্ত আহ্বান জানান।
জেলার ৪ উপজেলা থেকে আনসার ও ভিডিপি সদস্যরা সমাবেশে যোগ দেয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেঞ্জ কমান্ডার আসাদুজ্জামান গনী। পরে আলোচনা সভা এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আনসার ভিডিপি সদস্যদের মধ্যে উপহার সামগ্রী প্রদান করা হয়। পুরো অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ঝালকাঠি সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আল আমিন মিয়া।
বিডি প্রতিদিন/এমআই