বান্দরবান শহরে রুম্পা দাশ (৩০) নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শহরের বনরূপা পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "রুম্পা দাশের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।"
ওসি আরও জানান, "রুম্পা দাশ বান্দরবান সদর থানায় নারী কনস্টেবল পদে নিয়োজিত ছিলেন।"
স্থানীয়রা জানান, "রাতে খাবার খেয়ে স্বামী সৌরভ দাশ ও তাদের দুই সন্তান একসঙ্গে ঘুমালেও রুম্পা দাশ ঘুমান অন্য কক্ষে। সকালে স্বামী ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, ফ্যানের সঙ্গে ঝুলছে তার স্ত্রীর নিথর দেহ। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী এসে মরদেহটি উদ্ধার করে।"
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/আশিক