রাজবাড়ীর বালিয়াকান্দিতে অজ্ঞাত নারীর (অনুমানিক ৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোর ৫টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বাজারস্ত জামে মসজিদের ওযুখানার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ফজরের নামাজ পড়ার জন্য মুসল্লিরা এসে দেখতে পায় মসজিদের পাশে ওযুখানার নিকট একজন অজ্ঞাতনামা মহিলা মৃত অবস্থায় পড়ে আছে। ৩-৪ দিন আগে রামদিয়া বাজারে ওই বৃদ্ধাকে ঘোরাফেরা করতে দেখেছেন অনেকেই। মানসিক ভারসাম্যহীন থাকায় সে কারও কাছে নিজের পরিচয় ও ঠিকানা বলতে পারেনি। রবিবার দিবাগত রাত ৯টার দিকে মসজিদের পাশে অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয়রা পল্লী চিকিৎসকের কাছে তার চিকিৎসা করান। পরবর্তীতি তিনি সুস্থ্য হয়ে কিছুটা হাঁটাহাঁটি করেন।
রাজবাড়ীর বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দীন জানান, বৃদ্ধা নারী বেশ কয়েকদিন অসুস্থ ছিল। আমরা ধারণা করছি রাতে অসুস্থতাজনিত কারণে তিনি মারা গেছেন। মরদেহ ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/জামশেদ