ঢাকার ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন প্রাণ হারিয়েছেন।
রবিবার রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এলাকায় মোটরসাইকেলে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ হারান দম্পতি। এ ছাড়া রাত ৯টার দিকে একই এলাকায় গাড়িচাপায় এক পথচারী নিহত হন।
নিহরা তারা হলেন- বাবুল হোসেন (৩০) তার স্ত্রী শারমিন আক্তার (২৮) ও সুভাষ লোহাকার (৭৪)।
তাদের মধ্যে বাবুল হোসেন ও শারমিন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাসিন্দা ছিলেন। তারা ধামরাইয়ে মাহমুদা আ্যাটায়ার্স লিমিটেড নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন। সুভাষ লোহাকার মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি মানিকগঞ্জের উচুটিয়া এলাকার বাসিন্দা ছিলেন।
গোলড়া হাইওয়ে পুলিশ জানায়, বাড়ি ফেরার পথে বাথুলি এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ওই দম্পত্তি। উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ছাড়া মানসিক ভারসাম্যহীন সুভাষ লোহাকার বাড়ি থেকে বের হয়ে হেঁটে বেড়ানোর সময় দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপল চন্দ্র দাস বলেন, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন