বিএনপি নেতার উপর হামলার মামলায় বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রবিবার তাকে জেলে পাঠানোর আদেশ দেন বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট খোকন হোসেন।
এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গৌরনদী উপজেলার নাঠে গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে গৌরনদী মডেল থানার পুলিশ। এক বিএনপি নেতার ওপর হামলা ও হুমকির অভিযোগে করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয় বলে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন। পরে তাকে আদালতে পাঠালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট খোকন হোসেন জেলে পাঠিয়েছেন বলে জানিয়েছেন আদালতের জিআরও মো. বেল্লাল হোসেন।
বিডি প্রতিদিন/জামশেদ