রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৫ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা ট্রিবিউনের কুমিল্লা প্রতিনিধি মহসীন কবির। কমিটির সাধারণ সম্পাদক সাপ্তাহিক আমোদ স্টাফ রিপোর্টার ইলিয়াস হোছাইন।
এ ছাড়াও অন্য পদগুলোতে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি দৈনিক গণমুক্তির মহিউদ্দিন আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক রূপসী বাংলার আশিক ইরান, সাংগঠনিক সম্পাদক বাংলা ট্রিবিউনের আবদুল্লাহ আল মারুফ, অর্থ সম্পাদক নাগরিক সংবাদের সাইফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক সকালের শিরোনামের হাসিবুল ইসলাম সজিব, প্রচার সম্পাদক খোলা কাগজের আল আমিন কিবরিয়া।
নির্বাহী সদস্য এনটিভির মাহফুজ নান্টু, জনতার বার্তার আবুল বাশার রানা, বাংলানিউজের তৈয়বুর রহমান সোহেল, এখন টিভির মাসুদ আলম, জাগো কুমিল্লার অমিত মজুমদার, বাংলাদেশ জার্নালের মোহাম্মদ শরীফ। সহযোগী সদস্য আকাশ টিভির মাকসুদুর রহমান ও গোমেতি সংবাদের রাকিব হোসেন।
কমিটি ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন ফোরামের শুভানুধ্যায়ী এটিএন বাংলার কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, গোমেতি সংবাদ সম্পাদক মোবারক হোসেন ও বাংলাদেশ প্রতিদিন কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা।
বিডি প্রতিদিন/এমআই