সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরির সাথে মুখোমুখি সংঘর্ষে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি চালক ইউসুফ আলীর (৩২) মৃত্যু হয়েছে। রবিবার বিকেল তিনটার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার তালগাছি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী উল্লাপাড়া উপজেলার রাজমান গ্রামের রাজার ছেলে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী জানান, শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিটি উল্লাপাড়া থেকে শাহজাদপুরের দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছলে বাঘাবাড়ি বন্দর থেকে আসা তেলবাহী ট্যাংকলরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ভটভটি চালক ইউসুফ আলী। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ট্যাংকলিরিটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/জামশেদ