ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় থেকে উপজেলার দুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
ক্যাম্পটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা-ফেরদৌস আরা। প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর (অব.) এসএম সাইদুল ইসলাম। রাসেল মিয়ার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর যুব রেড ক্রিসেন্টের ইমন হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা রূপালী ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মীর আব্দুল হালিম, মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতাল এন্ড নার্সিং কলেজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুর রহমান, বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির সভাপতি আজিজুল হক খোকা, গোলাম ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান, নরসিংদী হাজী সমশের আলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মতিন প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা