কক্সবাজারের টেকনাফের নাফ নদে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে আটক রোহিঙ্গাসহ ১০ জেলে এখনো ছাড়া পায়নি। এ নিয়ে স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জেলেরা হলেন-টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা নৌকার মাঝি মো. হাসান (৩০), আব্দুর রকিম (২০), মো. জাবের (২৬) ও মো. হাছান (১৬)।
রোহিঙ্গা জেলেরা হলেন-টেকনাফ হ্নীলা ২৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা নাজিমুদ্দিন (২৭), কবির আহামদ (৩৬), আমান উল্লাহ (৫৪), মোহাম্মদ হোসাইন (২৫), হামিদ হোসাইন (৪৮) ও নুর হোসেন (৩৯)।
এ বিষয়ে টেকনাফ ২৬ নম্বর ক্যাম্পের বদরুল মাঝি বলেন, গত ৯ ফেব্রুয়ারি ২৬ নম্বর ক্যাম্পের বি ব্লকের ৬ রোহিঙ্গা জেলে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে নাফ নদের শাহপরীর দ্বীপের মোহনায় মাছ ধরতে যায়। তারা মিয়ানমার সীমান্তে চলে যাওয়ায় আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে। পাঁচদিন পরে ঘটনাটি তাদের পরিবার জানতে পেরেছেন। আরাকান আর্মি আটক ছয় জেলেদের এখনো ছেড়ে দেয়নি।
শাহপরীর দ্বীপের নৌকার মাঝি মো. হাসানের স্ত্রী নুর নাহার বেগম বলেন, আমার স্বামীসহ শাহপরীর দ্বীপের চার জেলে পাঁচদিন ধরে আরাকান আর্মির হাতে আটক রয়েছে। আটকের একদিন পরে ফোন করে বলছে আমরা ভালো আছি। কিন্ত এখনো তারা ফিরে না আসায় উদ্বিগ্ন অবস্থায় আছি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, আরাকান আর্মির হাতে আটক জেলেদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন। আশা করি আটক জেলেরা ফিরে আসতে পারবেন।
বিডি প্রতিদিন/এমআই