আগামী সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় কুষ্টিয়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের জনসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল ৪ টার সময় কুষ্টিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান বলেন, বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ ষোল বছর আমরা কোন প্রকার রাজনৈতিক সভা সমাবেশ করতে পারিনি। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। সংবাদ সম্মেলন থেকে দীর্ঘ ১৬-১৭ বছর পর কুষ্টিয়ার মাটিতে খেলাফত মজলিসের গণসমাবেশ সফল করার জন্য সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি কামনা করা হয়।
জনসভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়ার চারটি আসনে প্রার্থী ঘোষণাসহ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
সাংবাদ সম্মেলনে খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি রেজাউল করিম, সহ-সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান, সাংগাঠনিক সম্পাদক আব্দুল হাকিম, প্রচার সম্পাদক মাওলানা ইলিয়াস শাহ, সহ প্রচার সম্পাদক আব্দুল মতিন, সহ-সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের যুব মজলিসের আহ্বায়ক মাওলানা শারাফাত হোসেন, ছাত্র মজলিসের কেন্দ্রীয় কলেজ ও বিশ্ববিদ্যালয় সম্পাদক মাওলানা সাদেক আহমেদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল