রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় ইসরাত (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।আজ শনিবার বিকাল পৌনে ৪টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মৈশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইসরাত জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সুজানগর গ্রামের দুলাল শেখের মেয়ে।
জানা গেছে, বিকালে কুষ্টিয়া থেকে এইটি প্রাইভেটকার রাজবাড়ীর দিকে যাচ্ছিলো। বিকালে পৌনে ৪টার দিকে প্রাইভেটকারটি মৈশালা এলাকায় আসলে একটি ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
পাংশা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাইভেটকারটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ